4:28 pm , March 6, 2024

উজিরপুর উপজেলা চেয়ারম্যান বাচ্চু’র বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
উজিরপুর প্রতিবেদক ॥ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রি মহল উজিরপুর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু বিরুদ্ধে মিথ্যচার করতে মাঠে নেমেছে মহলটি বর্তমান চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সম্মানহানী করতে নানা ধরনের মিথ্যাচার করতে মিডিয়াকে ব্যাবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ওই মহলটি মোটা অংকের বাজেট নিয়ে মাঠে নেমেছে তাদের টার্গেট নির্বাচনের আগে নানা ধরনের অপপ্রচার করে জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সম্মানহানী করা। স্থানীয় বাসিন্দা জানান, জনস্বার্থে উজিরপুরের বিভিন্ন উন্নায়ন মূলক কর্মকান্ডে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু তদারকি করায় একটি মহলের জন্য বাধা হয়ে দাড়িয়েছে।ওই মহলটি নানা ভাবে তাকে হেয় করার জন্য মাঠে নেমেছেন। তারই অংশ হিসাবে ৬ মার্চ বুধবার বরিশালের কয়েকটি স্থানীয় গনমাধ্যমে উজিরপুর উপজেলা সহকারী প্রকৌশলী এসিন্টান্ট ইঞ্জিনিয়ার মো: সাইফুর রহমানের বরাদ দিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুকে নিয়ে সংবাদ প্রকাশিত হলে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় তিনি বুধবার তার অফিসে উজিরপুরে কর্মরত সাংবাদিকদের সাথে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এ সময় তিনি বলেন উজিরপুরের উন্নায়ন মূলক কাজে উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু নজরদারী দেশ ও জনগনের জন্য ভাল। তিনি একজন সচ্ছ ও ভাল মনের মানুষ নির্বাচনকে সামনে রেখে একটি মহল তাকে রাজনৈতিক ভাবে ছোট করতে নানা তৎপরতা করছেন। আমার সামনে এক তুচ্ছ ঘটনা ঘটে যা জনসাধারনের স্বার্থে তিনি করেছেন পত্রিকায় উল্টা পাল্টা উঠেছে যা অত্যন্ত দু:খ জনক। চেয়ারম্যান মহদয় নিজে গিয়ে আমাদের কাজের সহয়াতা করেন বলেই আমরা উজিরপুরে শতভাগ সচ্ছ কাজ করতে পারছি।