বাবার বাড়িতে যৌতুক আনতে পাঠানো নববধূর আত্মহত্যা বাবার বাড়িতে যৌতুক আনতে পাঠানো নববধূর আত্মহত্যা - ajkerparibartan.com
বাবার বাড়িতে যৌতুক আনতে পাঠানো নববধূর আত্মহত্যা

4:06 pm , March 5, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ যৌতুকের বলি হলো নগরীর এক যুবতী। যৌতুকের টাকা আনতে পিত্রালয়ে পাঠানো নববধূ যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  মঙ্গলবার বিকেলে নগরীর পূরানপাড়া এলাকার পিত্রালয়ে আত্মহত্যা করে বলে কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন। আত্মহনন করা নববধূ হলো-সাদিয়া (২০)। সে নগরীর ৩ নম্বর ওয়ার্ড পুরানপাড়া এলাকার মো. মাহফুজ আলম বেপারীর কন্যা। গত ২৪ জানুয়ারী সদর উপজেলার রায়পাশা এলাকার মো. রুবেলের সাথে তার বিয়ে হয়।
সাদিয়ার ভাই সাইফুল ইসলাম জানান, তাদের ৬ বোন এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট সাদিয়া। গত ২৪ জানুয়ারী তাকে রুবেলে সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় ৮ লাখ টাকা ব্যয় করা হয়।
সাইফুলের অভিযোগ বোনকে নেয়ার পর ভগ্নিপতি রুবেল তাকে পছন্দ হয়নি জানিয়ে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে বিদেশ যাওয়ার জন্য তিন লাখ টাকা দাবি করে। তিন লাখ টাকা না দিলে তাকে তালাক দেয়ার হুমকি দেয়। টাকা আনতে রোববার বাড়ি পাঠিয়ে দেয়। বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নগরীর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক বলেন, সাদিয়ার স্বর্নালংকার ও ফ্রিজসহ বরকে চেইন ও আংটি দিয়ে বিয়ে দিয়েছে। বিদেশ যাওয়ার টাকা আনার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এতে রাগে ক্ষোভে সাদিয়া আত্মহত্যা করেছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। বুধবার ময়না তদন্ত করা হবে।
ঘটনাস্থলে থাকা মহানগর পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান পরিবারের বরাতে বলেন, টাকা না নিয়ে গেলে তাকে ডিভোর্স দেয়ার হুমকি দিয়েছে। এ জন্য চিরকুট লিখে আত্মহত্যা করেছে। চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT