4:04 pm , March 5, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে এ অভিযান করা হয়। আটক মাদক বিক্রেতা হলো- কুমিল্লার ব্রাক্ষনপাড়া থানার উত্তর শিবপুর মোগল মেম্বারের বাড়ির বাবুল মিয়ার ছেলে নাইমুল ইসলাম (২৮) ও একই থানার গঙ্গানগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে আল আমিন (২১)।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, সাকুরা পরিবহনের একটি বাসে ২৪ কেজি গাঁজা নিয়ে দুই মাদক বিক্রেতা নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় পরিবেশ অধিপ্তরের কার্যালয়ের সামনে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের আটক করা হয়। এ সময় নগরীর মাদক বিক্রেতা পলাশ হাওলাদার পালিয়ে যায়। পরে আটক দুই জনের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিন জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।