4:06 pm , March 4, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীতে ভাসমান অবস্থায় তরুনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার সকালে লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-থানার ওসি আব্দুল জলিল। মো. তানভীর হোসেন (২২) নামের ওই তরুন নারায়নগঞ্জের রূপগঞ্জ তারাবো বিশ^রোড এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার ঘাগুরিয়া গ্রামে। বর্তমানে পরিবারসহ তারাবো বিশ^রোড এলাকায় থাকতো।
চরমোনাই মাহফিলে এসে শুক্রবার কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলো বলে জানান ওসি জলিল। তিনি বলেন, সাতার না জানার কারনে নদীতে নেমে ডুবে যায়। এরপর থেকে তার কোন সন্ধান ছিলো না। সোমবার সকালে কীর্তনখোলা নদীর মহাবাজ এলাকায় তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখে তাদের খবর দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর তানভীরের বাবা এসে লাশ শনাক্ত করেছে।
জাকির হোসেন বলেন, তানভীর তারাবো এলাকায় টাকার ব্যবসা করে। চরমোনাই মাহফিলে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। তার লাশ শনাক্ত করা হয়েছে। কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই জানিয়ে জাকির হোসেন বলেন, বিনা ময়না তদন্তে লাশ নেয়ার জন্য জেলা মেজিষ্ট্রেটের কাছে আবেদন করা হচ্ছে।