4:03 pm , March 4, 2024

পরিবর্তন ডেস্ক ॥ পলিথিনের ব্যবহার বন্ধে রমজানের পর সর্বাত্মক অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি এ তথ্য সাংবাদিকদের জানান। জাহাঙ্গীর কবির নানক বলেন, পরিবেশবান্ধব পাটপণ্য আমরা জেলাপ্রশাসকদের উপহার দিয়েছি। পাটের ব্যবহার বাড়াতে কাজ করার নির্দেশনা দিয়েছি। নানক বলেন, পরিবেশ রক্ষায় আমাদের পলিথিনবিরোধী অভিযানকে অত্যন্ত শক্তিশালী করতে হবে। কালকে থেকেই শুরু করব না। মাহে রমজানের পর থেকে কঠোর অভিযান হবে। অভিযান তো একটি প্রশাসনিক ভাষা। শপিংমল, চালকল ও ময়দার মিল যারা চালান বা অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলব, কাউন্সিলিংয়ের মাধ্যমে চেষ্টা করব তারা যেন পরিবেশবান্ধব এই পাটপণ্য ব্যবহার করেন। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী বন্ধ হয়ে যাওয়া ছয়টি পাটকল উদ্বোধন করবেন জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এগুলো উৎপাদনে যাচ্ছে। এছাড়াও আগামী ৬ মার্চ পাট দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘রোজার আগেই আমরা পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করব।’ রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে ২৫টি কার্য অধিবেশনসহ মোট ৩০টি অধিবেশন হওয়ার কথা রয়েছে।