বরগুনার সাংবাদিককের মৃত্যু, পরিবারের দাবি হত্যা বরগুনার সাংবাদিককের মৃত্যু, পরিবারের দাবি হত্যা - ajkerparibartan.com
বরগুনার সাংবাদিককের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

3:42 pm , March 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনা জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দুই গ্রুপের কোন্দলে ভোরের ডাকের জেলা প্রতিনিধি মাসুদ তালুকদার নিহত হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার রাতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন নিহতের স্ত্রী। মাসুদ তালুকদার বরগুনার নলটোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত মেম্বর। তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত ১৯ ফেব্রুয়ারী সাংবাদিক মাসুদ তালুকদার তার ৪ সহকর্মীকে নিয়ে বরগুনা প্রেসক্লাবে যান। মাসুদ প্রেসক্লাবের সদস্য না হলেও অপর সহকর্মীদের সদস্য পদ বাতিলের কারন জানতে প্রেসক্লাবে যান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাগবিতন্ডা শুরু হয়। এ সময় দুই গ্রুপের সাংবাদিকদের সাথে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে মাসুদের বুকে ব্যথা শুরু হয়। অভিযোগ উঠেছে ওই সময় তাকে চিকিৎসা না দিয়ে প্রতিপক্ষরা একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে মাসুদকে উদ্ধার করে ঢাকায় নেয়া হয়। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শনিবার রাতে আবারো ব্যথা শুরু হলে তাকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT