3:39 pm , March 3, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ ও সহ সম্পাদক জামাল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত হয়েছে। মহানগর যুবদলের আয়োজনে রোববার সন্ধ্যায় দোয়া মোনাজাত হয়। সদর রোড দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত দোয়া মোনাজাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করা হয়। এর আগে আলোচনা সভা হয়। যুবদলের বরিশাল বিভাগীয় সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি সাইদুল ইসলাম শাহিন, সহ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম অপু, যুগ্ম সম্পাদক নুরুল হক রিয়াজ, সহ সাধারন সম্পাদক দুলাল মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, প্রচার সম্পাদক বসির খান, যুবদল নেতা আরিফুর রহমান মুন্না, মাহমুদ হোসেন, কবির তালুকদার প্রমুখ। যুবদল নেতা সহদেব শর্মা সভার সঞ্চালনা করেন।