3:57 pm , March 2, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের লেখাপড়াতেও মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া এ দুটিকে একসাথে চালাতে হবে। লেখাপড়ায় ভাল হলেও শারীরিকভাবে যোগ্য না হলে জীবনে ভাল করা যাবে না, আবার খেলাধুলায় ভাল হয়ে লেখাপড়ায় জোর না দিলে প্রতিষ্ঠিত হওয়া যাবে না।
শনিবার উত্তর আমানতগঞ্জ মোফাজ্জেল হোসেন খান সরকারি প্রাথমিক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, অভিভাবকদের মনযোগী হতে হবে যাতে তাদের সন্তানরা সঠিকভাবে পড়াশুনা করে বিদ্যালয়ে যায় সেদিকে। আবার শিক্ষকদের অনুরোধ জানাই তারাও শিক্ষার্থীদের দিকে খেয়াল রাখবেন যাতে তারা সুন্দরভাবে পড়াশুনা করে এবং মান উন্নয়ন করতে পারে।
তিনি বলেন, বাংলাদেশে এখন পুরুষদের থেকে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন উচ্চপদে নারীরা আজ দায়িত্ব নিয়ে পদগুলোকে অলংকৃত করে আছেন। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী, স্পিকার নারী, সংসদীয় উপনেতা নারী। আজ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও প্রশাসন ক্যাডার, শিক্ষা ক্যাডারসহ সকল স্থানে নারীরা তাদের অবস্থান সুদৃঢ় করেছে। এদিকে দুপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশকে নিয়ে আর পেছনের দিকে ফিরে তাকাতে চাইনা, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে স্বপ্ন দেখেছেন আমরা তার লক্ষ্যে কাজ করে যাব।
এসময় তিনি আরও বলেন, যুবসমাজ হল ভবিষ্যতের কর্ণধার, আপনারাই এই দেশের ভবিষ্যৎ, আপনারাই দেশকে পরিচালনা করবেন। আর সেই ভবিষ্যতের জন্য যুবসমাজকে প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে লেখাপড়া করতে হবে, শারীরিক যোগ্যতা অর্জন করতে হবে, ডিসিপ্লিন হতে হবে। যে জাতি ডিসিপ্লিন না, সে জাতি বড় হতে পারে না।
প্রতিমন্ত্রী বলেন, ভাল কাজের জন্য সবাই এগিয়ে আসবেন, খারাপ কাজকে প্রতিহত করবেন। আপনাদের মনে সে সাহস থাকতে হবে, কোনটা ভাল কোনটা খারাপ বলতে হবে। যে জাতির মনের ভেতর সাহস নেই সে জাতি সমৃদ্ধ লাভ করতে পারে না। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে বাঙালি জাতি সাহসীকতার প্রমাণ দিয়েছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহিদদের প্রতি সম্মান দেখিয়ে আমাদের দেশকে গড়তে হবে। সত্যকে সত্য আর মিথ্যেকে মিথ্যা বলতে হবে। আমরা মাথা উঁচু করে কথা বলবো, অন্যায়, সন্ত্রাস ও মাদককে প্রশ্রয় দিব না।
এছাড়া এদিন নগরের পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।