3:46 pm , February 29, 2024

এখনো এসে পৌঁছায়নি সব পণ্য
নিজস্ব প্রতিবেদক ॥ রমজান শুরু ১২ মার্চ। সে হিসাবে রমজানের বাকি আর মাত্র ১১ দিন। কিন্তু বরিশালে এখনো এসে পৌছায়নি টিসিবির পন্য। ফলে বরিশাল তথা নগরীতে কবে নাগাদ ফ্যামিলি কার্ডে টিসিবির পন্য বিক্রি শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছে। স্বাভাবিক কারনেই রোজার আগে পন্য পাওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে কার্ডধারী নগরীর ৯০ হাজার পরিবার। বরিশাল টিসিবি কর্তৃপক্ষ বলছে পন্য প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার কিছু নেই। হয়ত একটু বিলম্ব হচ্ছে। কিন্তু পন্য তো প্রত্যেক কার্ডধারী পাবেই। তথ্য অনুযায়ী প্রতি মাসে ফ্যামিলি কার্ডধারীদের পন্য দিয়ে থাকে টিসিবি। সর্বশেষ জানুয়ারী মাসে নগরীতে টিসিবির পন্য বিতরন হয়। সে হিসাবে ফেব্রুয়ারী মাসের পন্য বিক্রি শেষ সপ্তাহে শুরু হবার কথা ছিলো। কিন্তু পন্য বৃহস্পতিবার পর্যন্ত সেটা সম্ভব হয়নি।
নগরবাসী জানায়, ফেব্রুয়ারী মাসটি সাধারন অন্য ৫ টি মাসের মত নয়। এটি রমজান শুরুর আগের মাস। তাই সরকার তথা কর্তৃপক্ষের উচিত রোজার আগে ভাগেই পন্য সরবরাহ করা। কারন প্রত্যেকটি পরিবারেই রমজানের আগে তার পরিবার ও কেনাকাটা নিয়ে প্রস্তুতি গ্রহন করে থাকে। টিসিবির পন্য না পাওয়া পর্যন্ত আমরা প্রস্তুতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি।
টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন, প্রতি মাসে কার্ডধারী প্রত্যেকটি পরিবার টিসিবির পন্য পাবে। এটা মিস হবার সুযোগ নেই। চলতি মাসে একটু বিলম্ভ হয়েছে। তবে আশা করছি রোজার আগেই পন্য বিক্রি শুরু করতে পারব। তিনি বলেন, রোজার পন্য হিসাবে এবার ছোলা বুট যুক্ত হবে। এর বাইরে পূর্বের ৩ টি পন্য তো রয়েছেই। তিনি বলেন বাস্তবতা হচ্ছে সব পন্য এখনো এসে পৌছায়নি তাই নিশ্চিত ভাবে বলতে পারছি না কবে নাগাত পন্য বিক্রি শুরু করতে পারব।
প্রসঙ্গত এবার কার্ডধারী ভোক্তা সাধারণ নির্ধারিত ডিলারদের কাছ থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা কেজি দরে কিনতে পারবেন। এছাড়া রমজান উপলক্ষে ছোলা বিক্রি কার্যক্রমও শুরু হবে। প্রতি কেজি ছোলা ৫৫ টাকা কেজি দরে দেবে টিসিবি।