3:43 pm , February 29, 2024

রাজনীতির মাপকাঠি শিল্প সাহিত্য সংস্কৃতি। এই শ্লোগান নিয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করেছে পথনাট্য উৎসব। গতকাল ২৯ ফেব্রুয়ারী শিল্পকলা একাডেমীর মুক্তমঞ্চে চারটি নাটক মঞ্চস্থ হয়। এই উৎসব উদ্বোধন করেন বাংলাদেশের স্টুডিও থিয়েটারের প্রবর্তক নাট্যজন সৈয়দ দুলাল -পরিবর্তন