কাউখালীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০ কাউখালীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০ - ajkerparibartan.com
কাউখালীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

3:28 pm , February 28, 2024

কাউখালী প্রতিবেদক ॥ কাউখালীতে বিশেষ অভিযানে ১০ জন গ্রেফতার। কাউখালী থানা পুলিশের একটি বিশেষ টিম মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১০জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুড়ী গ্রামের তৈয়ব আলী সদরদারের ছেলে সাইফুল ইসলাম, জিবগা সাতুরিয়া গ্রামের জীবন মুন্সীর ছেলে ছিদ্দিক মুন্সী, বাবুল মুন্সী ও পলাশ মুন্সী, সুবিদপুর গ্রামের সাদের আলী হাওলাদের ছেলে হায়দার আলী, মিজানুর রহমান ও আবু হানিফ হাওলাদার, ছোট বিড়ালজুড়ি গ্রামের তোফাজ্জেল সিকদারের ছেলে রাসেল সিকদার ও সোহাগ সিকদার, আসপদ্দি গ্রামের মালেক ফকিরের ছেলে হাসানুর রহমান।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১০জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার করে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর কোর্ট প্রেরণ করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এসআই মশিউর রহমান, এসআই কামরুল ইসলাম, এসআই জয়ন্ত কুমার নেতৃত্বে পুলিশের টিম। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT