ঝালকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু’র ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ঝালকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু’র ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা - ajkerparibartan.com
ঝালকাঠির সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু’র ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

3:18 pm , February 28, 2024

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥ ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সিন্টু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি শহরের নোহা গার্ডেনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ ঘোষনা দেন। সাইদুর রহমান সিন্টু সাংবদিকদের বলেন, জনসেবা করার জন্যে তিনি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন যাবত তিনি সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে কাজ করে আসছেন। তিনি দীর্ঘদিন যাবত স্বাধীনতার পক্ষের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
তিনি ঝালকাঠি উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালে তিনি প্রাথমিক বিদ্যালয়ের জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হন এবং ঝালকাঠি জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঝালকাঠিতে কিন্ডার গার্ডেন, মেডিকেল সেন্টার, স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরো বলেন, নথুল্লাবাদ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। জনগণ তাকে ভালোবাসেন। তাই তিনি জনগণের খেদমত করার সুযোগ গ্রহনের জন্য ঝালকাঠি সদর উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি করার সিদ্বান্ত গ্রহন করেছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার সাথে ছিলেন নথুল্লাবাদ ইউনিয়নের কৃতি সন্তান দৈনিক অজানা বার্তার সম্পাদক ও প্রকাশক প্রবীন সাংবাদিক এসএমএ রহমান কাজল।
মতবিনিময়কালে ঝালকাঠিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT