বরিশালে বেসরকারী ক্লিনিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগ বরিশালে বেসরকারী ক্লিনিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগ - ajkerparibartan.com
বরিশালে বেসরকারী ক্লিনিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগ

4:15 pm , February 27, 2024

স্বাস্থ্য অধিদফতরের ১০ নির্দেশনা বাস্তবায়নে

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীসহ সদর উপজেলার বেশ কয়েকটি বেসরকারী হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিদর্শন করেছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ও সিভিল সার্জনের নেতৃত্বে নগরীর সদর উপজেলায় ৬ টি বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা তা তদারকি করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নগরীর কালিবাড়ি রোডে অবস্থিত ফেয়ার ও মমতা ক্লিনিক, আগরপুর রোডের মিডটাউন হাসপাতাল, সদর উপজেলায় ২ টি চক্ষু হাসপাতাল ও  একটি ডায়গনস্টিক সেন্টার।
সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, বেসরকারী হাসপাতাল ক্লিনিক ও ডায়গনিস্টক সেন্টার পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১০ টি নির্দেশনা প্রদান করা হয়েছে। গত সপ্তাহে মালিক সমিতির মাধ্যমে তা সব হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে পৌছে দিয়েছি। এক সপ্তাহের ব্যবধানে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা কতটুকু  বাস্তবায়ন হলো তা দেখতেই পরিদর্শনে বের হয়েছিলাম। তিনি বলেন, বেসরকারিভাবে হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অবশ্যই মানতে হবে।
স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাস্থ্য অধিদপ্তর প্রেরিত নির্দেশনা অবশ্যই সকলকে বাস্তবায়ন করতে হবে। হয়ত রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। কিন্তু একটু সময় লাগলেও তা বাস্তবায়ন করতে হবে। তিনি আরো বলেন আমরা তদারকি অব্যাহত রাখব।
প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মাইনুল হাসান স্বাক্ষরিত একটি নির্দেশনা প্রদান করা হয় দেশের সকল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে। তাতে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই ১০ টি নির্দেশনা মানতে হবে বলে উল্লেখ করা হয়।
নির্দেশনার মধ্যে রয়েছে হাসপাতাল/ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্সের কপি প্রত্যেক প্রতিষ্ঠানের সামনে দৃশ্যমান স্থানে স্থায়ী ভাবে প্রদর্শন করতে হবে, সকল বেসরকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের তথ্যাদী সংরক্ষন ও সরবরাহের জন্য একজন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নিয়োগ,কর্মরত সকল চিকিৎসকদের পেশাগত ডিগ্রীর সনদ অবশ্যই সংরক্ষন করতে হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT