4:12 pm , February 27, 2024

হিজলা প্রতিবেদক ॥ হিজলায় জুয়ার আসরে হানা দেয়ায় পুলিশের উপর হামলা করেছে জুয়ারীরা। তারা থানার এএসআই আব্বাস উদ্দিনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তখন স্থানীয়রা উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এএসআই আব্বাসকে ভর্তি করা হয়েছে। কনষ্টেবল আবদুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার বেলা ১২ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা লঞ্চঘাট সংলগ্ন এ ঘটনা ঘটে। জুয়ারীদের বিষয়ে স্থানীয় সাধারন মানুষ ভয়ে কেউ মুখ খুলছে না।
জানাযায়, উপজেলা বিভিন্ন এলাকায় প্রতিনিহিত এভাবে জুয়া আসর চলছে। এতে তরুন যুবক জুয়ায় আসক্ত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন জানায়, পুরাতন হিজলায় প্রতিদিন জসিম সরদার, গিয়াসউদ্দিন ও লুৎফর মীরের নেতৃত্বে জুয়া খেলা হয়। এ সংবাদ পেয়ে পুলিশ জুয়ার আসর থেকে কয়েকজনকে আটক করে। তখন জুয়ারীরা পুলিশের উপর হামলা করে।
হিজলা থানার তদন্ত কর্মকর্তা দিপঙ্কর রায় বলেন, পুলিশের উপর হামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।