ববিতে হামলা-পাল্টা হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত ববিতে হামলা-পাল্টা হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত - ajkerparibartan.com
ববিতে হামলা-পাল্টা হামলায় ৩ ছাত্রলীগ কর্মী আহত

4:09 pm , February 27, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগ পরিচয়ধারীদের মধ্যে অন্তঃকোন্দলের জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ববি শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রক্টর ড. আবদুল কাইয়ুম।
এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল।
আহতরা ছাত্রলীগ নেতা পরিচয়ধারী রিদম-আরাফাত গ্রুপের মোবাস্বির রিদমের অনুসারী। ববিতে কোন কমিটি না থাকলেও ছাত্রলীগ পরিচয়ে কয়েকটি গ্রুপ-উপ গ্রুপ রয়েছে। আহতরা হলেন, অর্থনীতি বিভাগের  ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফ তাহমিদ ও মারুফ শাহরিয়ার এবং কম্পিউটার ও প্রকৌশল বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের রিয়াতুল আজিম।
জানা গেছে, রিদম-আরাফাত গ্রুপের নেতা আবুল খায়ের আরাফাত গত রোববার একটি মামলায় কারাগারে যান। এরপর থেকে নিজেদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য দেখা দেয়। এ কারণে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শিক্ষার্থী আহনাফ তাহমিদকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাহমিদের ওপর হামলার এ ঘটনা পরবর্তীতে অন্তঃকোন্দলে রূপ নেয়। পাল্টা হামলায় শিক্ষার্থী মারুফ শাহরিয়ার এবং রিয়াতুল আজিমকে পিটিয়ে জখম করা হয়।
এ ব্যাপারে ববি গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ পরিচয়ধারী নেতা মোবাস্বির রিদম বলেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে অনাকাক্সিক্ষত এ ঘটনা ঘটেছে। বিষয়টি বড় কোন কিছু নয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম বলেন, আহত সকলকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আহতদের শেবাচিম হাসপাতালে প্রেরণ করছি। ববির পরিস্থিতি পুরোপুরি শান্ত আছে।
বিএমপির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, তারা নিজেদের মধ্যে মারামারি করেছে বলে শুনেছি। পরে ববি উপাচার্য বিষয়টি সমাধান করে দিয়েছেন। এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT