3:38 pm , February 26, 2024
পরিবর্তন ডেস্ক ॥ মুক্তিযুদ্ধকালীন সময়ে দেশের তিনটি পত্রিকায় প্রকাশিত কবিতা সংগ্রহ করে একুশে বই মেলায় মোড়ক উন্মোচন হলো ‘একাত্তরের কবিতা’ বইয়ের। ২৫ ফেব্রুয়ারী রবিবার বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির সংকলক আহমদ ফারুক তরুন প্রজন্মের কাছে নতুন বার্তা পৌছে দিতে মুক্তিযুদ্ধকালীন সাপ্তাহিক বিপ্লবী বাংলাদেশ, সাপ্তাহিক জয় বাংলা ও সাপ্তাহিক জন্মভূমি পত্রিকাগুলোতে প্রকাশিত কবিতা সংগ্রহ করে জাগতিক প্রকাশনার মাধ্যমে মোট ৬৭ কবিতা প্রকাশ করেন। বইটির মোড়ক উন্মোচন করেন দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ।
এসময় উপস্থিত ছিলেন বইটির সংকলক আহমদ ফারুক, জাগতিক প্রকাশনার প্রকাশক রহিম রানা, কবি ও সংগঠক কামরুল হাসান, কবি নাঈম খান, কবি মাহবুবা লাকী, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান জাকিরসহ অন্যন্যরা। জানাযায়, মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রকাশিত তিনটি পত্রিকার সম্পাদক-প্রকাশকদের মধ্যে শুধু দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ জীবিত। এসময় বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আমি এক হাতে কলম ও এক হাতে অস্ত্র তুলে নিয়েছি। আমাদের লড়াইটা ছিলো আজকের বাংলাদেশকে হানাদার মুক্ত করা- যেকোনো উপায়ে। কবি লিখেছেন কবিতা, কথাসাহিত্যিক লিখেছেন কথাসাহিত্য ও গায়ক গেয়েছেন গান। সমানতালে লড়াই হয়েছে। ‘একাত্তরের কবিতা’ সংকলনটি আমাদের লড়াইকে জারি রাখবে এই আশা রাখি।’
লেখক ও সংগঠন আহমদ ফারুক বলেন, ‘একাত্তরের কবিতা শিরোনাম সংবলিত এই বইটিতে ৬৬টি মুক্তিয্দ্ধুকালীন সময়ে প্রকাশিত কবিতা সংকলিত হয়েছে। বইটি তরুণ প্রজন্মের হাতে পৌঁছাতে পারলেই এই কাজটি যথাযথ হয়েছে বলে মনে হবে।’ লেখক ও প্রকাশক রহিম রানা বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে চেতনা ও দর্শনকে পৌঁছে দেওয়ার জন্য ‘একাত্তরের কবিতা’ সংকলনটি প্রকাশিত হয়েছে।’
এছাড়াও প্রকাশিত বইটিতে আহমদ ফারুক তার সংকলকের কথায় উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ ১৯৭১, মহান এক লড়াইয়ের পরিক্রমা, যার ফলশ্রুতিতে আমরা পেয়েছি স্বাধীনতা- মুক্তির স্বাদ, আর এ প্রাপ্তিই নিঃসন্দেহে বাঙালির শ্রেষ্ঠতম অর্জন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা লাভের জন্য যুক্ত হয়েছিল এদেশের আপামর কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সংস্কৃতিসেবী ও বিভিন্ন পেশায় যুক্ত বাঙালিরা কতিপয় নগণ্য নিকৃষ্ট ছাড়া। আজকের এই বইটি তাঁদেরকে নিয়ে যারা মুক্তিযুদ্ধকে বেগবান করে তুলতে সাহসী ভূমিকা নিয়ে রচনা করেছেন অসংখ্য কবিতা লিখেছেন স্বনামে ছদ্মনামে। আর ঐ সব কবিতাগুলোর কিছু প্রকাশিত হয়েছে যুদ্ধকালীন সময়ে কিছু অনিয়মিতভাবে প্রকাশিত পত্রিকায়, আর সেই দূরহ দুঃসাহসী কাজটি সম্পন্ন করেছেন একদল অকুতোভয় সাংবাদিক ও তার প্রকাশনার গুরুদায়িত্ব বহন করেছেন কিছু হার না মানা দেশপ্রেমিক সম্পাদক। রণাঙ্গণে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধে শরীক না হয়েও প্রায় প্রতিটি পেশার মানুষ যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তার সবটাই উজাড় করে আমাদের স্বাধীনতার লড়াই ও মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে নিজেদেরকে সম্পৃক্ত করেছিলেন।