3:53 pm , February 24, 2024
এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের খপ্পরে পড়ছেন রোগীরা। ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে থাকা দালালদের অবস্থান হাসপাতাল গেটে। হাসপাতালের রোগী নিয়ে রীতিমত সেখানে হচ্ছে টানাটানি। শনিবার সকালে হাসপাতাল গেটে এমন চিত্র দেখা গেছে। হাসপাতালের সামনে ফার্মেসিতে চেম্বার করেন মেডিকেল অফিসার। তার রয়েছে নিজস্ব দালাল।
দালালদের মাধ্যমে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দুপুর ৩ টা থেকে গভীর রাত পর্যন্ত রোগী দেখেন চিকিৎসকরা। হাসপাতালে আসা রোগীদেরকে ফার্মেসীতে আনেন দালালরা। কিছুক্ষণ পরেই সেখানে হাজির হন ডাক্তার।
৩০০ টাকা ভিজিট নেওয়া হয়। একই সাথে দেন ৫ হাজার টাকার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এতে চিকিৎসক পান ৩৫ % এবং দালাল পায় ১০% টাকা।
