মহিপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক মহিপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক - ajkerparibartan.com
মহিপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

4:04 pm , February 23, 2024

আরিফ সুমন, কুয়াকাটা ॥ মহিপুরের ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে এ অভিযান করে মহিপুর থানার একটি দল। আটক মাদক বিক্রেতা হলো বেলাল হোসেন বিল্লু (৪৫)। সে লতাচাপলী ইউনিয়নের আমখোলা পাড়ার বাসিন্দা মৃত মোঃ আলী আকাব্বর হাওলাদারের ছেলে।
পুলিশের সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাদক সম্রাট আলামিন খলিফা ওরফে মাজাই আলামিনের বাড়িতে অভিযান করে। এ সময় সেখান থেকে একাধিক মামলার আসামি ও চিহিৃত মাদক বিক্রেতা বিল্লুকে ৪০১ পিচ ইয়াবাসহ আটক করা হয়। কিন্তু মুলহোতা আলামিন খলিফা পালিয়ে যায়। মহিপুর থানার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার জানান, এ অভিযানের ঘটনায় ৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক দুই আসামী এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT