স্বাচিপের কমিটি গঠন নিয়ে চিকিৎসকদের মধ্যে বিভেদ স্বাচিপের কমিটি গঠন নিয়ে চিকিৎসকদের মধ্যে বিভেদ - ajkerparibartan.com
স্বাচিপের কমিটি গঠন নিয়ে চিকিৎসকদের মধ্যে বিভেদ

3:59 pm , February 23, 2024

বিক্ষুদ্ধ হয়ে উঠছে সাধারণ চিকিৎসক ও দুর্দিনের কাণ্ডারী ছাত্রলীগ নেতৃবৃন্দ ॥ পকেট কমিটি গঠনের পায়তারা
নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বরিশাল বিভাগীয় সম্মেলন নিয়ে বিরোধ বাড়ছে। দীর্ঘ ২৬ বছর ধরে একই কমিটি আবারো পূর্নবহাল নিয়ে বিক্ষুদ্ধ হয়ে উঠছে সাধারন চিকিৎসক ও দুর্দিনের কা-ারী ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা পরিবর্তন চায়, নতুন নেতৃত্ব চায়। দীর্ঘদিন দুই যুগের বেশি সময় ধরে পদ আকরে ধরে বর্তমান কমিটি শুধু নিজেদের আখের গুছিয়েছে। নতুন নেতৃত্ব গড়ে উঠতে দেয়নি। তারা আবারো নিজেদের আখের গোছাতে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। যার জন্য একটি সম্মেলনেরও আয়োজন করা হয়েছে। যা লোক দেখানো বলে অভিহিত করেছে সাধারন চিকিৎসক ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক ত্যাগী নেতৃবৃন্দ।
এই নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। মিছিলে ৫০/৬০ জন ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেলের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলের নেতৃত্বে থাকা ডা. ফেরদৌস বলেন, আমরা চাই সকলের অংশ গ্রহনে একটি কমিটি। যে কমিটি সকলের মতামতের ভিত্তিতে হবে। কারো নির্দেশনা বাস্তবায়নে হবে না। কমিটি গঠনের সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম এমপি ও সিটি মেয়র খোকন সেরনিয়াবাতও থাকবেন।
বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ইমরান হোসাইন জানান, ৯৮ সালে স্বাচিপের বরিশালের কমিটি গঠন করা হয়েছে। এরপর থেকে কোন কমিটি হয়নি। কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারী সম্মেলন আহবান করা হয়েছে। এ উদ্যোগের খবর জানতে পেরে আমরা উজ্জীবিত হয়েছি। কিন্তু শুনতে পাচ্ছি সম্মেলনের নামে পকেট কমিটি গঠন করা হবে। এতে বিএনপি জামায়াতে লোকজনকেও রাখা হবে।
ডা. ইমরান বলেন, আমরা চাই ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে কমিটি গঠন করা হোক। যারা দুর্দিনে সংগঠনের হাল ধরেছিলো।
স্বাচিব বরিশালের ১১১নং আজীবন সদস্য ও শেবাচিমের সাবেক ভিপি এ এস এম সায়েম বলেন, ডা: সেলিম স্যার স্বাস্থ্য সেবায় রাজতন্ত্র সৃস্টি করছেন। তিনি দুই যুগ ধরে স্বাচিবকে বানিজ্যক প্রতিষ্ঠানে পরিনত করছেন। স্বাচিব সভাপতির সুপারিশ ছাড়া কোন বদলি সম্ভব না। এই সুযোগ নিয়ে বরিশালে চিকিৎসকদের পদায়ন, বদলি বানিজ্য করে আসছেন ডা: সেলিম। ডাঃ সায়েম বলেন, সেলিম স্যার অসুস্থ এবং অবসরে গেছেন ৪ বছর আগে। অথচ সাবেক ছাত্রলীগ নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করতে চাচ্ছেন। এর নেপথ্যে একটি শক্তি তাকে শেল্টার দিচ্ছে। ওই শক্তির প্রভাবে প্রস্তাবিত কমিটিতে ডা: সেলিম আবারও সভাপতি হচ্ছেন। সস্মেলনের বিষয় স্থানীয় এমপি এবং মেয়রও জানেন না। বরং যারা সিটি ও জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন তাদের বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে।
তবে স্বাচিপের বরিশাল জেলা কমিটির সভাপতি ডা. মু কামরুল হাসান সেলিম সাংবাদিকদের জানান, আগামী ২৫ ফেব্রুয়ারী বরিশাল ক্লাব মিলনায়তনে স্বাচিপের বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে স্বাচিপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সেখানে বিভাগের ৬ জেলা ও বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ইউনিট কমিটি গঠন নিয়ে আলোচনা হবে। কমিটি গঠন হবে কি, হবে না সেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন।
এদিকে স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: জামাল উদ্দিন আহমেদ বলেন, চিকিৎসকরা নতুন নেতৃত্বের দাবী তো করতেই পারেন। নতুন পুরানো মিলিয়েই আমরা একটি নেতৃত্ব সৃষ্টি করবো। সভাপতি একেবারে তরুন হলেও হবে না। তিনি বলেন, দীর্ঘ বছর পর নতুন কমিটিতে শীর্ষ পদে যারা আছেন তারাই থাকবেন নাকি নতুনরা আসবেন সেটি নির্ভর করবে বরিশালের চিকিৎসকদের উপরে। আমরা সকলের মতামতেই কমিটি গঠন করবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT