3:57 pm , February 22, 2024
পরিবর্তন ডেস্ক ॥ বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটির অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে (রাত ১২টা এক মিনিটে) কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোঃ জামিল হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবিরসহ বিভাগ, মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে যথানিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। পাশাপাশি সকাল থেকেই শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন থেকে পুষ্পস্তবক অর্পণ করতে আসা নানা বয়সের মানুষের পদচারণায় মুখর ছিলো বরিশালের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এবং বীর মুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দীন মানিক, বীরপ্রতীক। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তারা, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিশু-কিশোর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন, এ দিনটিতেই আমাদের একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিলো। তিনি শহিদ দিবসের প্রেক্ষাপটে উপস্থিত সবার প্রতি স্বাধীনতার মর্ম উপলব্ধি করার এবং সমাজের সকল ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা মুছে শহিদদের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নেয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে অতিথিরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।