এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস্’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস্’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক - ajkerparibartan.com
এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস্’র নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক

3:54 pm , February 22, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ প্লান ডিজাইন এন্ড আর্কিটেক্টদের সংগঠন এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস বরিশালের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন ও অভিষেক হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরী রুপাতলীর লবস্টার রেস্তোরাঁর ৩য় তলার হল রুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টেস এর নব নির্বাচিত কমিটির সভাপতি আকতার হোসেনের সভাপতিত্ব  করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ আবু সালেহ, কাজী মিরাজ মাহমুদ ও সৈয়দ আহম্মদ খান মাহিদ। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা স্থপতি নুরুল হাসান সাক্ষর, এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টের নব নির্বাচিত কমিটির সহ সভাপতি এএফএম হারুন অর রশিদ, সহ সভাপতি হুমায়ুন কবির, সহ সভাপতি এনামুল হক, মোঃ শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক ডিজাইনার রিয়াদুল আহসান, যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম শিকদার, সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন, প্রচার ও দপ্তর সম্পাদক আকাশ চন্দ্র দাসসহ এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টে’স নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইমারত নির্বাচন শ্রমিকের সাধারন সম্পাদক আলউদ্দিন মোল্লাসহ বিল্ডিং নির্মাণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এরপরে শপথ গ্রহন অনুষ্ঠিত হয় ও অতিথিবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।  দুপুরে মধ্যাহ্ন ভোজের পর অতিথিবৃন্দদের ক্রেষ্ট প্রদান করা হয় ও সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT