লালমোহনে ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার লালমোহনে ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - ajkerparibartan.com
লালমোহনে ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

3:36 pm , February 19, 2024

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহন উপজেলায় ৪শ পিস ইয়াবাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. সালাউদ্দিন নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সালাউদ্দিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার মাওলানা শফিউল্লাহ ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিকালে সালাউদ্দিনকে গ্রেফতার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ক্রেতা। পরে গ্রেফতারকৃত সালাউদ্দিনের শরীর তল্লাশী চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, গ্রেফতারকৃত সালাউদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT