3:35 pm , February 19, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ আর্থ সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে নগরীর কালেক্টরেট জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ইমামদের আর্থ সামাজিক উন্নয়নে ইমামদের দায়িত্ব ও কর্তব্যের দিক নির্দেশনামূলক আলোচনা করেন বরিশাল বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা সভাপতি মুফতি মাওলানা ডা: এমএ ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব, বরিশাল ল’কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোখলেছুর, সংগঠনের বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা মো: আব্দুল হান্নান খান, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শ্রেষ্ঠ ইমাম হাফেজ মাওলানা মো:মশিউর রহমান। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের সভাপতি ও কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা ডা: আব্দুল্লাহ আল মামুনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেন। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের মেহেন্দিগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন।