3:49 pm , February 18, 2024

হিজলা প্রতিবেদক ॥ বরিশালের হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর সাবেক সভাপতি ফখরুল ইসলাম বেপারীকে র্যাব আটক করেছে। শনিবার দিবাগত রাতে বরিশালের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। ফখরুল ইসলাম বেপারী স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী হিসেবে পরিচিত।
গত ২৮ শে জানুয়ারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু হিজলা গৌরবদী ইউনিয়নে গণসংযোগ শেষে চলে আসলে ফখরুল বেপারীর নেতৃত্বে হামলা চালানো হয়। এ ঘটনায় ফখরুল ইসলাম বেপারীকে ১ নম্বর আসামী করে মামলা করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন।