3:55 pm , February 17, 2024

কবির খান, ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়ায় প্রতিপক্ষের হামলায় গরুর খামারি কামাল আকন (৪০) আহত হয়েছেন। আহত কামাল উপজেলার গৌরিপুর গ্রামের আ: রব আকনের ছেলে। এ ঘটনায় শনিবার ভা-ারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত কামাল আকনের ভাই শামীমের অভিযোগ, আমার বড় ভাই কামাল আকন (১৬ ফেব্রুয়ারি) শুক্রবার দুপুরে বাড়ি থেকে ভা-ারিয়া পৌর শহরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে দক্ষিন পূর্ব ভান্ডারিয়া মহল্লার মহারাজ কবিরাজের বাড়ীর সামনে রাস্তায় পৌঁছলে প্রতিপক্ষ একই গ্রামের সোহরাব আকনের ছেলে ফারুক আকন এর নেতৃত্বে ৫/৬ জনের একটি দল হামলা করে। এ সময় কামাল অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভা-ারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।