3:47 pm , February 17, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সদ্য কারামুক্ত মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমরা অবৈধ ক্ষমতার প্রস্তাবের আশা ত্যাগ করে জনগণের ভোট ও গণতন্ত্রের উদ্ধারের আন্দোলন-সংগ্রামের জন্য রাজ পথে লড়াই করছি।
আওয়ামী লীগ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনসমর্থনকে ভয় পেয়ে এখনো তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। তিনি বলেন, দেশের জনগন আজকে কোন ভোট দিতে পারেনি। তারা সংবিধান না মেনে নিজেরা একটি ভোটের নাটক সাজিয়ে ক্ষমতা দখল করে বসে আছে। যতক্ষন পর্যন্ত বেগম জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সহ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আসবে ততদিন আন্দোলন চলবে।
গত শনিবার দুপুর ১টায় বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া রোডস্থ নিজ এলাকায় মায়ের নামে প্রতিষ্ঠিত সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তাকে ফুলের শুভেচ্ছা জানাতে শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন সরোয়ার।
উপস্থিত ছিলেন সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, উত্তর জেলা বিএনপির সদস্য সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আকবর, আনায়ারুল হক তারিন, আলহাজ্ব নুরুল আমিন, মাসুদ হাসান মামুন।
দীর্ঘ সাড়ে তিনমাস কারাভোগের পর ৮ই ফেব্রয়ারি জামিনে মুক্ত পান মজিবর রহমান সরোয়ার।