4:43 pm , February 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ, ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশীদের স্মরনে মাগফিরাত কামনা করে নগরীর মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মাবাদ মহানগর বিএনপির এ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে সিমান্তে ভারত ও মিয়ানমারের আগ্রাসনে নিহত বাংলাদেশীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের ভূখন্ড অক্ষুন্নতা রক্ষা সহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের হেফাজতের জন্য দোয়া করা হয়। উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ সিমান্তে নিহত হওয়া বাংলাদেশী ব্যক্তিবর্গের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানান।