বাবুগঞ্জে পুকুরে মিলল ইলিশ বাবুগঞ্জে পুকুরে মিলল ইলিশ - ajkerparibartan.com
বাবুগঞ্জে পুকুরে মিলল ইলিশ

4:38 pm , February 16, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বাবুগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে পাওয়া গেছে চারটি ইলিশ মাছ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ সরদারের বাড়ির পুকুরে পাওয়া যায়।
জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কাইয়ুম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ফিরোজের বাড়ীর পুকুর সেচ দেয়া হয়। সেচ দেয়ার পর অন্যান্য মাছের সাথে চারটি ইলিশ মাছ পাওয়া গেছে। পুকুরে পাওয়া প্রতিটি ইলিশের ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম হবে। বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, নদী থেকে ধরে হয়তো কোন মাছ ধরে পুকুরে এনে ছাড়া হয়। ওই মাছের সাথে ইলিশের বাচ্চা এসেছে।
তিনি জানান, পুকুরে ইলিশ চাষ করা যায়। কিন্তু বানিজ্যিকভাবে চাষ করা যাবে না। কারন এ মাছ বেশি বড় হবে না। স্বাদও পাওয়া যায় না। দুই তিন বছর পুকুরে থাকলে ৩০০/৪০০ গ্রামের বেশি ওজন হয় না। এ জন্য যে অর্থ ব্যয় হবে , তা উঠানো সম্ভব নয়। পুকুরের মালিক ফিরোজ সরদার বলেন, অন্যান্য মাছের সাথে ইলিশগুলো ধরা পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভীড় করে। কিভাবে পুকুরে এসেছে, তা তিনি জানেন না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT