4:36 pm , February 16, 2024
জাহানারা ইসরাইল স্কুল ও কলেজ শিক্ষার্থীদের গ্রাজুয়েশন উৎসব
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের জাহানারা ইসরাইল স্কুলের ছোট ছোট বাচ্চাদের ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা আমাকে অভিভূত করেছে।দ্বিতীয় ভাষা হিসেবে এখানে আন্তর্জাতিক ভাষায় পাঠদান করায় ছোট থেকেই দক্ষতা অর্জন করেছে।আমি নিজেকে গর্বিত মনে করছি বরিশালের মতো জায়গায় এতো সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখে।আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জাহানারা ইসরাইল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অগ্রনী ভূমিকা পালন করবে এমনটা আমি আশাবাদী বলেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
১৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে ইংরেজি ভার্সনে পরিচালিত ‘জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ’ বরিশাল এর স্নাতক সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের (মাউশি) পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি মোঃ মঈন তুষার, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ এর সভাপতি রেজাউল ইসলাম বাপ্পি,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃমাহিদুর রহমান মাহাদ সহ কাউন্সিলর, অভিভাবক এবং শুভানুধ্যায়ী বৃন্দ। অতিথিবৃন্দ বরিশাল বিভাগের সরকার অনুমোদিত একমাত্র বেসরকারি ইংরেজি ভার্সনে পরিচালিত জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজকে একটি আকর্ষনীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য, ধন্যবাদজ্ঞাপন সহ সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক সভাপতি সালেহ এম শেলী।