মুর্শেদী গানের প্যান্ডেল থেকে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষন ॥ একজনের যাবজ্জীবন মুর্শেদী গানের প্যান্ডেল থেকে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষন ॥ একজনের যাবজ্জীবন - ajkerparibartan.com
মুর্শেদী গানের প্যান্ডেল থেকে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষন ॥ একজনের যাবজ্জীবন

4:31 pm , February 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ মুর্শেদী গানের প্যান্ডেল থেকে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষনের ১৪ বছর পর রায়ে একমাত্র আসামীকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত। পাশাপাশি দ-িত আসামীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির।
দ-িত কবির হোসেন ফকির বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রাওগা গ্রামের বাসিন্দা। রায় ঘোষনার সময় সে আদালতে অনুপস্থিত ছিলো।
বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির মামলার বরাতে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর গ্রামের ব্রীজঘাট এলাকায় ২০০৯ সালের ২৯ অক্টোবর রাতে মুর্শেদী গান হয়। পরিবারের সদস্যদের সাথে শিশু কন্যা ওই গান শুনতে যায়। গান শুনতে শুনতে প্যান্ডেলের হোগলায় ঘুমিয়ে পড়ে সাত বছর বয়সী শিশু কন্যা। সকলের অগোচরে শিশু কন্যাকে ঘুমন্ত অবস্থায় পাশের বাগানে নিয়ে যায় দ-িত কবির। পরে তাকে ধর্ষন করে। এতে গুরুতর অসুস্থ শিশু কন্যা কেদে প্যান্ডেলে এসে পরিবারকে বিষয়টি জানায়। শিশু কন্যাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী কবিরকে ধরে মারধর করে ছেড়ে দেয়।
এ ঘটনায় শিশু কন্যার বাবা বাদী হয়ে পরদিন ৩০ অক্টোবর কবিরকে আসামী করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করে। একই বছরের ৮ ডিসেম্বর কবিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয় মেহেন্দিগঞ্জের কাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেল্লাল হোসেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT