4:26 pm , February 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ বটতলা বাজারে কুকুর জবাই দেয়া মাংসের দোকানের কর্মচারীকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার দোকান কর্মচারী রায়হান মোল্লা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হাবিবুর রহমান চৌধুরী আসামীর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারী বটতলার মাংসের বাজারে পাশে কুকুর জবাই দেয় রায়হান। কুকুরটি ছুটে গিয়ে হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে একটি গলিতে গিয়ে মারা যায়। এ ঘটনায় গত ৭ ফেব্রুয়ারী কুকুরের লালন-পালনকারী এক নারী চিকিৎসক রায়হানকে আসামী করে আদালতে মামলা করে। আদালতের নির্দেশে কোতয়ালী মডেল থানা মামলা রুজু করে। ঘটনার পর থেকে পলাতক রায়হান মোল্লা বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পন করেন।
আদালতের জিআরও এনামুল হক জানান, জামিনযোগ্য ধারায় মামলা হওয়ায় আসামীকে জামিন দেয়া হয়েছে।