উৎসবমুখর পরিবেশে বরিশাল আইনজীবী সমিতির ভোট গ্রহন উৎসবমুখর পরিবেশে বরিশাল আইনজীবী সমিতির ভোট গ্রহন - ajkerparibartan.com
উৎসবমুখর পরিবেশে বরিশাল আইনজীবী সমিতির ভোট গ্রহন

4:20 pm , February 15, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ঐতিহ্যবাহী বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহন হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে বরিশাল আইনজীবী সমিতির ১১ পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি সমর্থিত নিল প্যানেল থেকে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন অ্যাডভোকেট মোঃ গোলাম কবির বাদল, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খান মোঃ মোর্শেদ, সহ-সভাপতি পদে অসিত রঞ্জন দাস, আমিরুল ইসলাম খান মঞ্জু, অর্থ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক পদে প্রদিপ কুমার রায় উজ্জল ও ইমতিয়াজ আহমেদ,  সদস্য পদে সজল মাহমুদ, মিলন ভূইয়া, সোহেল রানা শান্ত ও নুপুর রানি ভদ্র।
বিএনপি সমর্থিত নিল প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করছেন অ্যাডভোকেট সাদেকুর রহমান লিঙ্কন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মির্জা মোঃ রিয়াজ হোসেন, সহ-সভাপতি অসিম কুমার বাড়ৈ ও মোঃ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ফরিদ উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে মনির হোসেন ও রাকিব হাসান, সদস্য পদে রিয়াজুল হক, মাইনুল ইসলাম সজল, আবুল খায়ের রতন ও ফাহাদ বিন আহসান।আইনজীবী সমিতির এবারের নির্বাচনে একমাত্র হেভিওয়েটের ভোটার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমাউন ও গোলাম আব্বাস চৌধুরী আলাল ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। ভোট দিতে আসেননি পাট ও বস্ত্র মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য সদস্যরা।
নির্বাচন কমিশনের আহবায়ক অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, নির্বাচনে ৯৬৫ জন আইনজীবী ভোটার রয়েছেন। এর মধ্যে ৭৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  ১৭৮ জন ভোট দেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT