3:55 pm , February 14, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে হাইকোর্ট ঘুরেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ। তবে তাঁর ভাগ্যের চাকা ঘুরেছে। দ্বাদশ জাতীয় সংসদেরসংরক্ষিত নারী আসনে বরিশাল থেকে ক্ষমতাসীন দল তাঁকেই ফের মনোনয়ন দিয়েছে। ফলে এবারের সংসদে অনেকটা নিশ্চিতভাবেই যাচ্ছেন শাম্মী আহমেদ। আগামী ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ না থাকায় ভোটের আর প্রয়োজন পড়বে না।
বরিশাল-৪ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে সংসদ সদস্য পংকজ নাথ ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হন। পরে দ্বৈত নাগরিকত্ব থাকায় শাম্মীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশন ও হাইকোর্টে আপিলেও রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল থাকে। এরপর শাম্মী আহমেদ চেম্বার আদালতে লিভ টু আপিল করলে সেখানেও তাঁর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল থাকায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারেননি। এই আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন পংকজ নাথ।এবারের সংসদে আওয়ামী লীগ পেয়ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি পেয়েছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।
বুধবার বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ১ হাজার ৫৫৩টি মনোনয়ন যাচাইবাছাই করে ৪৮ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।