বসন্তের ভালোবাসা চারিদিকে বসন্তের ভালোবাসা চারিদিকে - ajkerparibartan.com
বসন্তের ভালোবাসা চারিদিকে

3:49 pm , February 14, 2024

বিশেষ প্রতিবেদক ॥ ফাগুনের আগুন জ্বলা রূপ
কুহু কুহু কোকিলের কানাকানি
তুমি জানো আমি জানি
বসন্ত মানে বৈশাখের সূচনা ধ্বনি।
ঋতুরাজ বসন্তের আগমন বার্তায় বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন চারিদিকে। একইসাথে যুক্ত হয়েছে বিদ্যা বা জ্ঞানের অনাড়ম্বর উৎসব। হিন্দু ধর্মের অনুসারীরা দেশের প্রতিটি স্কুল কলেজে উদযাপন করেছে স্বরস্বতি পূজা। ফাগুনের প্রথম দিনে ১৪ ফেব্রুয়ারী তাই বরিশালের আকাশ-বাতাস মুখরিত উৎসব আয়োজনে। বিএম কলেজ, সরকারি মহিলা কলেজ এবং কীর্তনখোলা নদী তীরবর্তী এলাকায় লাল-নীল পোশাকের ভিড়। গণমাধ্যম কর্মীদের নিউজ লাইভেও প্রতিনিধি পড়েছেন লাল-হলুদ-নীল রং রঙের পোশাক। কোকিলের কুহু কুহু ডাকের পিছনেও ছুটেছেন অনেক তরুণ-তরুণী। তরুণ-তরুণীদের চোখেমুখে ফাগুনে ফোটা ফুল নিয়ে  ভালোবাসা দিবসের উদযাপন উল্লাসে বিরক্ত অবশ্য প্রবীণরা। তারা বলছেন, ভালোবাসার আবার দিবস কিরে বাপু। আমাদের সময়তো এসব ছিলনা।
আবার কেউ কেউ তার সন্তানকে বুঝাচ্ছেন, ‘বাবা- প্রতিটি দিন আমাদের ভালোবাসা দিবস। এসব দিবস তারাই করে যারা ভালোবাসা কি সেটাই জানেনা ঠিক করে।
আর তরুণদের বিরক্তমাখা উত্তর। বছরে একটা দিন এজন্য উৎসব করলে ক্ষতি কি সমাজের?
যদিও পার্কে, কলেজের করিডোরে ফুল হাতে তরুণ-তরুণীদের দেখা যায় ‘ ভালোবাসা নিবেদন প্রতিযোগিতা করতে। আর এ নিয়ে স্বাধীনতা পার্ক ও মুক্তিযোদ্ধা পার্কে মারামারিও করতে দেখা গেছে তরুণদের। এই বসন্তের হাওয়ায় ধাওয়া পাল্টা ধাওয়া শেষে বৈশাখ এসে সব তছনছ করে দেবে তারই আভাস চারিদিকে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT