3:45 pm , February 14, 2024
কবির খান, ভা-ারিয়া ॥ পিরোজপুরের ভা-ারিয়া উপজেলা ইকড়ি বাজারে অভিযানের নামে জাটকা সহ বিভিন্ন প্রকারের প্রায় ১০০ কেজি মাছ নিয়ে গেছে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মনির হোসেন ফরাজী। বুধবার সকালে ৭ জন মাছ ব্যবসায়ীর মাছ আটক করে নামমাত্র কিছু অংশ মাদ্রাসা ও গুচ্ছগ্রামের হতদরিদ্রদের মাঝে বিতরণ করে বাকী মাছ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎসা অফিসার ও প্রশাসনের কোন সদস্য উপস্থিত ছিলো না। এ বিষয়ে ভুক্তভোগী মাছ ব্যবসায়ী ফোরকান হাওলাদার ও শহিদ অভিযোগ করে বলেন, স্থানীয় ইকড়ি বাজারে আমরা প্রতিদিনের মত মাছ বিক্রি করতে ছিলাম। হঠাৎ কোন প্রকার মাইকিং ও প্রচার প্রচারণা ছাড়াই আমাদের ৭ মৎস্য ব্যবসায়ীর প্রায় ১শ কেজি জাটকা,চিংড়ি,পোয়া,ফাইশা ও ট্যাংরা মাছ বস্তা ভরে নিয়ে মনির হোসেন ফরাজী সহ কয়েকজন। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বাচ্চু এর পরামর্শে মৎস্য অফিসের লোকেরা উক্ত মাছের কিছু অংশ মাদ্রাসা ও গুচ্ছগ্রামের হতদরিদ্রদের মাঝে বিতরণ করে বাকী মাছ আত্মসাৎ করে। ক্ষেত্র সহকারী মনির হোসেন ফরাজী মাছ আত্মসাতের বিষয় অস্বীকার করে জানান, মাছ মাদ্রাসা ও গুচ্ছগ্রামে বিতরণ করেছি। আপনি স্থানীয় ইউপি সদস্যের কাছে খবর নিন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, আত্মসাতের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনাটি আমার জানা নেই।