আসামী ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড আসামী ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড - ajkerparibartan.com
আসামী ছেড়ে দেওয়ায় এএসআই ক্লোজড

4:09 pm , February 12, 2024

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ আটকের পর আসামী ছেড়ে দেওয়ার অভিযোগে এএসআই আবু সালেহ কে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ।
জানাগেছে , ৮ ফেব্রুয়ারি উপজেলার গৈলা ইউনিয়নের ভূমি অফিসের দক্ষিণ পাশে সন্ধ্যার পরে মাদক কেনা বেঁচার খবরে সেখানে অভিযান চালিয়ে শিহিপাশা গ্রামের কামরুজ্জামান খান বাদশার ছেলে রাহাত খান ও গৈলা গ্রামের জয়দেব রায়ের ছেলে শিবু রায়কে ১০পিস ইয়াবাসহ এএসআই মোশাররফ হোসেন ও এএসআই আবু সালেহ আটক করেন। পরে মোটা অংকের অর্থের বিনিময়ে অভিযুক্ত শিবুকে ঘটনাস্থলেই ছেড়ে দিয়ে রাহাতকে থানায় নিয়ে ওই রাতেই মামলা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT