3:56 pm , February 11, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ আদালতের লিফট থেকে বিচারপ্রার্থীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরো তিনজনকে আটক করা হয়। রোববার বেলা সাড়ে ১১ টায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- নগরীর কলাপট্টি এলাকার কালু হাওলাদারের ছেলে মনু হাওলাদার (১৯), পলাশপুরের ইউসুফ হাওলাদারের ছেলে রাজু (২২), চরকাউয়া মুসলিম পাড়ার আলী হোসেন শরীফের ছেলে সোহেল শরীফ (৩০) ও কাউনিয়ার কালাখার বাড়ী এলাকার জামাল সিকদারের ছেলে আবির (২৫)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, আদালতের এক বিচারপ্রার্থী লিফটে নিচে নামে। লিফটে তার সাথে ছিনতাই চক্রের সদস্যরা উঠে। এর মধ্যে রাজু বিচারপ্রার্থীদের পকেট থেকে মোবাইল সেট নিয়ে যায়। মুহুর্তে মোবাইল ফোন অন্য সদস্যদের দিয়ে দেয়। মোবাইল ফোন সেট নেয়ার বিষয়টি টের পেয়ে মনুকে আটক করে বিচারপ্রার্থী। পরে অন্যান্য বিচারপ্রার্থী ও পুলিশ এসে মনুকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় মনুর স্বীকারোক্তি অনুযায়ী অপর তিন সদস্যকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।