3:55 pm , February 11, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ দেশের শিশু কিশোর কিশোরীদের মনে উদ্যোক্তা মনোভাব উৎসাহিত করার লক্ষ্যে শিল্প উদ্যোক্তা ড. মুহিব্বুল্লাহ শাহিনের লেখা শিশুতোষ বই ‘আমরাও পারি’ বইয়ের মোড়ক উম্মোচিত হয়েছে। রবিবার সন্ধ্যায় একুশে বইমেলার ভিন্নমাত্রা প্রকাশনী (৪০নং স্টল) এ বইটির মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বইটি একুশে বই মেলার ৪০নং স্টলের ভিন্নমাত্রা প্রকাশনীতে পাওয়া যাবে। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে লেখক ড. মুহিব্বুল্লাহ শাহিন। ২০০২ ব্যাচের এডমিন মাহমুদুল হাসান সুমন, ইনভিশিও এর চেয়ারম্যান খান মোহাম্মদ সুমন,বিশিষ্ট লেখক তৌফিক মিথুন, ইপিএস ফাউন্ডেশনের ট্রেজারার বিশিষ্ট শিক্ষাবিদ মাসুম বিল্লাহ, ইনস্প্রেয়ারি বাংলাদেশের প্রেসিডেন্ট ইমরান ফাহাদ, বিশিষ্ট কন্ঠশিল্পি তানিশা খান সহ ২০০২ ব্যাচের অসংখ্য বন্ধু, শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এসময় লেখক ড. মুহিব্বুল্লাহ শাহিন বলেন, শিশুদের উৎসাহিত করতে আমার এই বই ‘আমারাও পারি’। শিশু কিশোররা উৎসাহিত হলেই আমার এ লেখা সার্থকতা লাভ করবে।