3:43 pm , February 11, 2024
বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন সাদা প্যানেলের প্রার্থীরা। দলীয় প্রার্থীদের সমর্থনে আদালত চত্বরে মিছিল, গণসংযোগ ছাড়াও রবিবার দুপুরে নগরীর আর্য্যলক্ষী ভবনের তৃতীয় তলায় কীর্তনখোলা মিলনায়তনে নারী আইনজীবীদের সাথে পৃথক মতবিনিময় সভা করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল। আর এই মতবিনিময় সভার প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক এর সহধর্মিণী বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রথম নারী সদস্য এবং গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাড. সৈয়দা আঞ্জুমান আরা বানু নার্গিস। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে দাঁড়িয়ে স্বাধীন বিচার ব্যবস্থা অক্ষুন্ন রাখতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহবান জানান। এসময় নারী আইনজীবীদের দাবীর মুখে একটি কমনরুমের প্রয়োজনীয়তা তুলে ধরে আঞ্জুমান আরা বানু নার্গিস বলেন, নারী আইনজীবীদের অনেক সমস্যা রয়েছে। প্রথম নারী হিসেবে আদালত প্রাঙ্গণে কাজের অভিজ্ঞতা থেকে আমি জানি ছোট্ট একটি কমনরুম পর্যাপ্ত নয়। তাই নারী আইনজীবীদের জন্য পৃথক আরো একটি কমনরুমের ব্যবস্থা তিনি করবেন। এছাড়াও নারী আইনজীবীদের সহায়তার জন্য তার দরজা সব সময় উন্মুক্ত থাকবে। তিনি সাধ্যমতো বরিশালের নারী আইনজীবী এবং নারী শিক্ষা বিস্তার ও অবহেলিত মেয়েদের পাশে সব সময় আছেন ও থাকবেন। এসময় আইনজীবীরা এই কমনরুমটি প্রথম নারী আইনজীবী হিসেবে তার নামেই করার প্রস্তাব দেন।
বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের আইনজীবী সমর্থিত প্রার্থী এ্যাড. গোলাম কবির বাদল ও এ্যাড. খান মো. মোর্শেদ প্যানেলের সাথে মহিলা আইনজীবীদের এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজালুল করিম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি কেবিএস আহমেদ কবীরসহ আরো অনেকে। সভায় সভাপতিত্ব করেন এ্যাড. আনিচ উদ্দিন আহম্মেদ শহীদ।
নির্বাহী সদস্য পদ প্রার্থী নুপুর ভদ্র জানান, এবারও ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করেছে সাদা প্যানেল। বিএনপির আইনজীবীরা লড়ছেন নীল প্যানেলে। তবে এবারও গণতান্ত্রিক আইনজীবী সমিতি সভাপতি পদে একক প্রার্থী দিয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, আগামী ১৫ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার ৮৯৬ জন।