স্ত্রীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা স্ত্রীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা - ajkerparibartan.com
স্ত্রীকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা

3:42 pm , February 11, 2024

৯৯৯ ফোন করে স্বামীর আত্মসমর্পন

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় পারিবারিক কলহে স্ত্রী হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করে ৯৯৯ এ কল করে আত্মসমর্পনের কথা জানিয়েছে স্বামী। রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পিজিএস এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্বামী সুমন রায়কে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে বলে বানারীপাড়া থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন। সুমন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সুধীর রায়ের ছেলে।
নিহত স্ত্রী বীথি সমদ্দার (৩০) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা বাসুদেব সমদ্দারের কন্যা।
বানারীপাড়া থানার এসআই শফিকুল ইসলাম বলেন, সুমন রায়ের সাথে বীথির ৫ বছর পূর্বে বিয়ে হয়। বর্তমানে সুক্তা রায় নামের তিন বছর বয়সী কন্যা রয়েছে।
এসআই জানান, পারিবারিক সমস্যা নিয়ে বেলা ১১ টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়। এ সময় দুইজনে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে সুমন স্ত্রীকে এলোপাতারিভাবে হাতুরিপেটা করে। এতে বীথি রক্তাক্ত জখম হয়। তখন প্রতিবেশিরা উদ্ধার করে বীথিকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এসআই শফিকুল বলেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটার দিকে মারা গেছেন বীথি।
উদয়কাঠির ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। তারা জানিয়েছে সকালে ঘুম থেকে উঠে সুধীর রায় কাজে বের হয়। তার শিক্ষিকা স্ত্রী স্কুলে যায়। বাসায় সুমন ঘুমিয়ে ছিলো। স্ত্রী রান্না করে। ঘুম থেকে জেগে সুমন তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। পরে প্রতিবেশিরা ঘরের মধ্যে চিৎকার শুনে যায়। তারা যাওয়ার পর সুমন বলেছে, কাম হইয়া গেছে। কেউ ভেতরে আসবা না। পরে সে নিজে পুলিশে ফোন দিয়ে বিষয়টি জানিয়েছে। আমরাও জানিয়েছি। খবর পেয়ে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে।
গৃহবধূর মামাতো ভাই সুব্রত মল্লিক জানান, সুমন নেশায় আসক্ত। নেশার টাকার জন্য স্ত্রী বীথির কাছে যৌতুক এনে দেয়ার দাবিতে প্রায়ই নির্যাতন করতো। এবার তো মেরেই ফেললো।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম বলেন, দাম্পত্য কলহে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর স্বামী ৯৯৯ কল করে হত্যা কথা জানিয়ে আত্মসমর্পন করা কথা বলেছে। পুলিশ গিয়ে স্বামীকে গ্রেপ্তার করেছে। স্ত্রীর ভাই এসেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT