4:39 pm , February 10, 2024
নিজস্ব প্রতিবেদক ॥ বিলুপ্ত প্রজাতির শাপলা পাতা মাছ কেটে বিক্রির দায়ে নগরীর দুই বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। পাশাপাশি দুই জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে দুই বিক্রেতাকে হাতে-নাতে আটকের পর দ- ও জরিমানা করা হয় বলে জানিয়েছেন নির্বাহী হাকিম আব্দুল মতিন খান।
দ-িতরা হলো- বরিশাল নগরীর কলাপট্টি এলাকার বাসিন্দা গনি সরদারের ছেলে মো. আবু ফয়েজ (৩২) ও ৫ নম্বর ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা কাদের হাওলাদারের ছেলে মো. কামাল হাওলাদার (৩৪)।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম বরিশাল উপজেলার সহকারী কমিশনার আব্দুল মতিন খান বলেন, বিলুপ্ত প্রজাতির শাপলা পাতা মাছ কেটে বিক্রির জন্য শুক্রবার রাতে নগরীতে মাইকিং করে। এ তথ্যে জানতে পেরে নগরীর পোর্ট বাজারে নজরদারী করা হয়। প্রায় ৫/৬ মন ওজন সাইজের শাপলা মাছ কেটে বিক্রির সময় দুইজনকে হাতে-নাতে আটক করা হয়। পরে বন্য প্রানী সংরক্ষন আইনে দুই জনকে কারাদ- ও জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন কর্মকর্তা বন্য প্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা তন্ময় আচার্য্য বলেন, মাছটি কেটে বিক্রির পর আদালত ৩০/৪০ কেজির মতো উদ্ধার করা হয়েছে। পরে ওই মাছে কেরোসিন ঢেলে ধ্বংস করা হয়েছে। সাজা পরোয়ানা দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।