ইন্ডাস্ট্রি করুন গ্যাস আসবে বরিশালে -এনবিআর চেয়ারম্যান আবু হেনা ইন্ডাস্ট্রি করুন গ্যাস আসবে বরিশালে -এনবিআর চেয়ারম্যান আবু হেনা - ajkerparibartan.com
ইন্ডাস্ট্রি করুন গ্যাস আসবে বরিশালে -এনবিআর চেয়ারম্যান আবু হেনা

4:21 pm , February 10, 2024

বিশেষ প্রতিবেদক ॥ এনবিআর মেইড ইন বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম বলেছেন, নতুন উৎপাদনশীল শিল্পকারখানা তৈরিতে এনবিআর ১০ থেকে ২০ বছর পর্যন্ত কর মওকুফ করছে। আপনারা ইন্ডাস্ট্রি করুন বরিশালে গ্যাস আসবে।
বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শনিবার বেলা ১১টায় ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের সাথে মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম আরো বলেন, বরিশাল মোটেও অবহেলিত নয়, এখানে এখন প্রচুর সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠলেই গ্যাস চলে আসবে। ভোলা থেকে পাইপলাইনে কিভাবে গ্যাস বরিশালে আসবে তার সব পরিকল্পনাও তৈরি রয়েছে। বিকল্প দেয়া আছে পায়রা বন্দর থেকে ভাসমান টার্মিনাল বসিয়ে সেখান থেকেও পাইপলাইনে গ্যাস বরিশালের সব জেলায় নেওয়া সম্ভব হবে। তার আগে বরিশালে ইন্ডাস্ট্রি তৈরি হতে হবে। শুধু বাসাবাড়ি নির্ভর হয়ে গ্যাস আনা সম্ভব নয়। এখানে বরিশালের সব জেলায় শিল্প কারখানা তৈরিতে গুরুত্ব দিতে হবে। এনবিআর এজন্য ব্যবসায়ীদের ২০ বছর পর্যন্ত করমুক্ত সুবিধা দিচ্ছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ভ্যাট আইনের প্রক্রিয়ায় প্রতিমাসে রিটার্ন দিতে হবে। এজন্য অনলাইন রিটার্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
আবু হেনা বলেন, আমাদের বর্তমান করদাতা ৩৬ লাখ হয়েছে, আগামী অর্থবছরে এটা ৪০ লাখ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত চার বছরে আড়াই লাখ ভ্যাট রেজিষ্ট্রেশন হয়েছে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন,  আয়কর ও ভ্যাট হিসেবে নিকেশ জটিলতা নিয়ে যারা ভয় পাচ্ছেন, তারা অনলাইনে চলে যান ও ই-অপশন সিস্টেম ব্যবহার করলে সহজেই সব হিসেবে নিকেশ পেয়ে যাবেন। বরিশাল থেকে যেসব লিখিত সুপারিশ করা হয়েছে তা বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
২০২৪ – ২৫  অর্থবছরের বাজেটে রাজস্ব বিভাগের বিভিন্ন প্রস্তাবণা ও সুবিধাসমূহ তুলে ধরেন জাতীয় রাজস্ব বোর্ডের দুই সদস্য মাসুদ সাদিক ও একেএম বদিউল আলম। আরেক সদস্য পাপন কুমার চন্দ্র ভ্যাট বিষয়ের সহজলভ্যতা তুলে ধরে আলোচনা করেন।
বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক এর সভাপতিত্বে ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা তুলে ধরে ভোলার গ্যাস ও ভ্যাট দিতে জরিমানা কমানোর দাবী করে বলেন, আমাদের আপিলের জন্য খুলনা যেতে হয়। এতে অনেক সময় ও অর্থনৈতিক ক্ষতি হয়। গ্যাসের অভাবে পর্যাপ্ত উৎপাদন ব্যাহত হচ্ছে। ভ্যাট দিতে দেরি হলে প্রথম মাসে ৫ হাজার টাকা জরিমানা আরো কমানোর দাবী করেন ব্যবসায়ীরা।  এতে আলোচনায় অংশ নেন বরিশাল বিভাগের ছয়জেলা থেকে আগত ব্যবসায়ী নেতৃবৃন্দ । উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পটুয়াখালী চেম্বার অব কমার্স এর সভাপতি গিয়াসউদ্দিন, ওমেন্স চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এসোসিয়েশনের সভাপতি বিলকিস আহমেদ লিলিসহ আরো অনেকে।
বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী এসময় ব্যবসায়ী ও চাকুরিজীবিসহ উদ্যোক্তাদের বছরে তিন হাজার টাকা ট্যাক্স দিয়ে সম্মানিত নাগরিক হবার আহ্বান জানান। তিনি  নিজেও বরিশাল রাজস্ব আদায়ের জটিলতা দূর করতে খুলনা নির্ভর প্রশাসনিক কাঠামো ঠিক করে দেয়া এবং ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আসার উপর গুরুত্ব দিয়ে বলেন, বরিশালের পটুয়াখালীতে ইপিজেড হচ্ছে। বরিশালসহ বাকী পাঁচ জেলায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা খুবই জরুরী। সেজন্য ভোলার গ্যাস বরিশালে আনার এবং খুলনা থেকে আঞ্চলিক কার্যালয়ের ভার লাঘব করে বরিশালে আনার দাবী করেন বিভাগীয় কমিশনার শওকত আলী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT