3:56 pm , February 9, 2024
খবর বিজ্ঞপ্তির ॥ খেলাঘর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের বরিশালে সাংগঠনিক সফর উপলক্ষে বরিশাল জেলা কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী। আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল কবির, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল রানা, প্রবীন শিশু সংগঠক ও খেলাঘর কেন্দ্র প্রেসিডিয়াম মেম্বার জীবন কৃষ্ণ দে, নজমুল হোসেন আকাশ, খালেদা পারভীন, খেলাঘর জেলা কমিটির সদস্য স্বপন খন্দকার সহ শাখা আসরের নেতৃবৃন্দ। বর্ধিত সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে শিশুদের মানবিক ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে এবং শিশুদের অধিকার প্রতিষ্ঠায় খেলাঘর আন্দেলনকে পুনর্জীবিত করতে সকলের প্রতি আহবান জানান।
