বিসিসির ২২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত বিসিসির ২২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত - ajkerparibartan.com
বিসিসির ২২ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত

3:53 pm , February 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সীমানা জটিলতার নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা থাকায় বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ডের শূন্যপদে উপনির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি। তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মাজাহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে ওই ওয়ার্ডের শূন্যপদে উপ-নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছে। কারণ সীমানা জটিলতায় নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। তাই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT