কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার - ajkerparibartan.com
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার

3:52 pm , February 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। বৃহস্পতিবার রাত ৯ টায় কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান। প্রায় দুই মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ ও  পুলিশ নিহতর ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির সদস্যরা সাদা পোশাকে গিয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT