নগরীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন নগরীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন - ajkerparibartan.com
নগরীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

3:51 pm , February 9, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে শুরু হয়েছে ১০ দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা। শুক্রবার থেকে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ মেলা শুরু হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও বিসিকের উদ্যোগে শুরু হওয়া এ মেলা উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি মো. জামিল হাসান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ও ফরচুন সু কোম্পানীর চেয়ারম্যান মিজানুর রহমান এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী।
বিসিক শিল্পনগরী কর্মকর্তা মো. গোলাম রসুল জানান, ১০ দিন ব্যাপী উদ্যোক্তা মেলায় পাটের তৈরি হস্তশিল্প, মৃৎশিল্প, মেয়েদের থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রী সহ নানা পন্যের ৬৮টি ষ্টল রয়েছে। বরিশালের ছাড়াও  ঢাকা, কুষ্টিয়া, রাঙ্গামাটি থেকেও উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি উদ্যোক্তারা। এই আয়োজন আগামীতেও যাতে অব্যাহত থাকে এমন প্রত্যাশা তাদের। আগামী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত এ মেলা চলবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT