আজ বরিশালে আসছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বরিশালে আসছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক - ajkerparibartan.com
আজ বরিশালে আসছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

4:13 pm , February 7, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবার সরকারী সফরে বরিশাল আসছেন বরিশাল তথা গোটা দক্ষিনাঞ্চলবাসীর প্রানের মানুষ আপনজন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। শত ব্যস্ততার মধ্যেও দুই দিন বরিশালে অবস্থান করবেন তিনি।
মন্ত্রীর জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে আজ (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় ঢাকা সচিবালয় থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা করবেন মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সব কিছু ঠিকঠাক থাকলে বেলা ৩ টায় তিনি বরিশাল সার্কিট হাইজে এসে পৌছাবেন। এখানে গার্ড অফ অনার গ্রহনসহ নেতাকর্মী ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের শুভেচ্ছা গ্রহন ও সংক্ষিপ্ত মতবিনিময় শেষে তার নিজ বাসভবনে চলে যাবেন। সেখানে রাত্রি যাপন শেষে শুক্রবার সকাল ১০ টায় বাবুগঞ্জের রামপট্টিতে অবস্থিত গ্লোবাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্থর এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন। পরে গোরস্থান রোডস্থ মুসলিম গোরস্থান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। বিকেল ৪ টায় বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির একাডেমিক ও সন্ধ্যায় সিন্ডিকেট সভায় যোগদান শেষে রাত ৮ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT