সংরক্ষিত সংসদ সদস্য হওয়া দৌড়ে বিভাগে ৫৬ নেত্রীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ সংরক্ষিত সংসদ সদস্য হওয়া দৌড়ে বিভাগে ৫৬ নেত্রীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ - ajkerparibartan.com
সংরক্ষিত সংসদ সদস্য হওয়া দৌড়ে বিভাগে ৫৬ নেত্রীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

4:02 pm , February 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ৫৬ নারী নেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার প্রথম দিনে ৫৬ নারী নেত্রীর কাছে ফরম বিক্রি করা হয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা এ্যাড. বলরাম পোদ্দার জানিয়েছেন।
তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলা থেকে নারী নেত্রীরা মনোনয়ন ফরম কিনেছেন। এরমধ্যে বরিশাল জেলা থেকে ১৫ জন, পটুয়াখালী জেলার ১১ জন, পিরোজপুর জেলায়ও ১১ জন, বরগুনায় ৯ জন, ভোলায় ৬ ও ঝালকাঠির ৪ নারী নেত্রী রয়েছেন। বরিশাল জেলা কোঠায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- সৈয়দা রুবিনা মীর, জেবুন্নেছা আফরোজ, রোকেয়া বেগম, মোর্শেদা বেগম, আঞ্জুমান সালাহ উদ্দিন, পারভীন সুলতানা শাম্মী, দীপিকা রানী সমদ্দার, শাহনাজ পারভীন রানী, আফরোজা কবির শিউলী, এঞ্জেলা বৈশাখী মেন্ডিস, ফারজানা বিনতে ওহাব, খাদিজা সিদ্দিকা রীতা, আইরিন সুলতানা, রেহানা জামান ও তানিয়া আরজুমান্দ ববি
পটুয়াখালী জেলা কোঠায়, নিউ নিউ খেইন, জেবুন্নাহার, কাজী কানিজ সুলতানা, তানজিলা খালেক, নাসিমা বেগম, খাইরুন্নাহার লাকী, সুরভী, নাজনীন নাহার রশীদ, সাদিয়া সারমিন, সালমা বেগম ও সাহিনা পারভীন।
পিরোজপুর জেলা কোঠায় কাজী রুহিয়া বেগম, ডরথী রহমান, রোকেয়া বেগম, মাহফুজা খাতুন, কানিজ ফাতেমা পাপড়ি, রোজিনা নাসরিন, শাহনাজ পারভীন, মমতাজ খানম, লাবনী আক্তার ও লুবনা আহমেদ।
বরগুনা জেলা কোঠায়-মেহেরুন নেছা, হোসনেয়ারা রানী, ফারজানা আলম মিতা, ফাতিমা পারভীন, মাহেনুর বেগম, রোজিনা নাসরিন, মিতু আক্তার, ফারজানা সুমী ও মাধবী দেবনাথ ।
ভোলা জেলা কোঠায়-অঞ্জু রানী, ইফফাৎ ওবায়েদ, খাদিজা আক্তার, ফাতেমা বেগম, সাফিয়া খাতুন, খালেদা বাহার বিউটি।
ঝালকাঠি কোটায়- ফাতিনাজ ফিরোজ, ইয়াসমিন আক্তার পলি, শারমিন মৌসুমী কেকা ও রেদওয়ানা আলম।
একাদশ সংসদ নির্বাচনে বরিশাল বিভাগের ২১ সংসদী আসন থেকে চারজন সংরক্ষিত সদস্য ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT