ভোলা রোড থেকে রাণীর হাট সড়কেই সর্বনাশ ভোলা রোড থেকে রাণীর হাট সড়কেই সর্বনাশ - ajkerparibartan.com
ভোলা রোড থেকে রাণীর হাট সড়কেই সর্বনাশ

4:00 pm , February 6, 2024

কর্তৃপক্ষ জানেনা সড়ক কার

বিশেষ প্রতিবেদক ॥  গত দশ বছর ধরে খানাখন্দ আর ভাঙাচুরা সড়কে জীবন অতিষ্ঠ বরিশালের দুটি উপজেলায় প্রায় অর্ধ লক্ষ মানুষের। অথচ এ সড়ক স্থানীয় সরকার নাকি সড়ক ও জনপথ বিভাগের তা জানেন না কর্তৃপক্ষ। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী এবং বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ও চরাদি ইউনিয়নের বেশিরভাগ মানুষের যাতায়াত রাণীর হাট থেকে কর্ণকাঠীর এই দুই কিলোমিটার সংযোগ সড়কে। সড়কটি সোজা মিশে গেছে ভোলা বরিশাল মহাসড়কে। চরাদি ইউনিয়ন অংশে গোমা থেকে রাণীর হাট পর্যন্ত সড়কের উন্নয়ন হলেও সদর উপজেলার  কর্ণকাঠী অংশের কোনো উন্নয়ন হয়নি গত দশ বছরে। বেশ কয়েকবার এখানের সড়কের টেন্ডার হওয়ার পরও তা অজ্ঞাত কারণে আটকে গেছে এবং এখানের কাজ অন্যত্র ঘুরিয়ে দেয়া হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।  চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি এবং স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান লিচু। মনিরুল ইসলাম ছবি এলাকার উন্নয়ন নিয়ে কখনোই চিন্তিত নন দাবী এলাকাবাসীর। সরেজমিনে বুধবার সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের তালুকদার মার্কেট (ভোলা রোড) সংযোগ সড়ক ধরে রাণীর হাট পর্যন্ত ইজিবাইকে চলতে গিয়ে হৃৎপি- ছিড়ে যাওয়ার উপক্রম হয় খানাখন্দের সড়কের কারণে। প্রচ- ঝাকুনী সামলাতে সামলাতে পাশ দিয়ে ধীর গতিতে চলা একটি এ্যাম্বুলেন্সে শোনা যায় মুমূর্ষু রোগীর যন্ত্রণাকাতর আর্তনাদ। ইজিবাইক চালক রাণী’র হাটের ইব্রাহিম বললেন, এই সড়কে পোয়াতি নারী নিয়ে চলতে গেলে পথেই দুবার ডেলিভারী হয়েছে। আর হার্টের রোগীদের চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট দিয়ে নিয়ে যেতে হয়।
পাশে বসা যাত্রী বাকেরগঞ্জের পেয়ারপুর ইউনিয়নের আব্দুল লতিফ বলেন, বাকেরগঞ্জের গোমা নদীর এপারের মানুষ ছাড়াও দুধল ও পেয়ারপুর ইউনিয়ন সহ ৪/৫টি ইউনিয়নের মানুষের যাতায়াত এই সড়কে। কম হলেও ৫০ হাজার মানুষের চলাচল  এই রাণীর হাট থেকে ভোলা রোডে। কেননা বরিশাল ও ঢাকা যেতে কিংবা হাসপাতালে যেতে আমাদের এ পথেই তাড়াতাড়ি হয়।
একইকথা বলেন রাণীর হাট ও কর্ণকাঠী বাজারের বাসিন্দারা। তারা বলেন, এখনতো তাও হাঁটতে পারি, বর্ষাকালে হাঁটুপানি জমে এসব খানাখন্দে বলে জানান তারা।
কর্ণকাঠী এলাকার ইউপি সদস্য মজিবুর রহমান লিচু বলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দুই বছর আগেই এই সড়কের রাণীর হাট থেকে ভোলা রোড পর্যন্ত কাজের জন্য এলজিইডিকে নোটিশ করেছিলেন বলে জানি। সে অনুযায়ী কয়েকদিন রাস্তা ঝাড়ু দেয়াও হয়েছিল। তারপর আবার বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীসহ আমরা কয়েকবার এই সড়ক দ্রুত করে দেয়ারও আবেদন জানিয়ে আসছি। কিন্তু অজ্ঞাত কারণে এলজিইডি প্রশাসন এদিকে ভ্রুক্ষেপ করছে না।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT