জেল খানার মোড়ে পার্কিং করতে না দেওয়ায় পুলিশ অবরুদ্ধ জেল খানার মোড়ে পার্কিং করতে না দেওয়ায় পুলিশ অবরুদ্ধ - ajkerparibartan.com
জেল খানার মোড়ে পার্কিং করতে না দেওয়ায় পুলিশ অবরুদ্ধ

3:56 pm , February 6, 2024

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর ব্যস্ত এলাকা জেলখানার মোড়ে জট নিরসনে অটোরিক্সা পার্কিংয়ে ট্রাফিক পুলিশ নিষেধ করায় দুই দফা বিক্ষোভ করেছে চালকরা। এসময় পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে সেখানে গেলে তাকে অবরুদ্ধ করে রাখে তারা। মঙ্গলবার দুপুরে নগরীর জেলখানার মোড়ে এ ঘটনা ঘটে। পরে কোতয়ালী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় নাজিরপুলের নিচের ফাঁকা জায়গায় অটোরিক্সা পার্কিংয়ের অনুমতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম দফায় নগরীর জেলখানার মোড়ে বিক্ষোভ করে চালকরা। পরে দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ফের বিক্ষোভ করে তারা।
পথচারী আলম হোসেন জানান, অটোরিক্সা চালকরা জেলখানার মোড় থেকে যাত্রী তুলে গাড়ি ছাড়ার দাবিতে সকালে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। পরে কোতয়ালী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অটোরিক্সা চালক সমিতির সভাপতি মোশারফ গাজি বলেন, অন্যান্য গাড়ি জেলখানার মোড়ে পার্কিং করতে পারলে আমরা কেনো পারবো না? জেলখানার মোড় থেকে গাড়ি ছাড়লে যাত্রী বেশি পাওয়া যায়। আমাদের পার্কিং স্টান্ড না থাকার কারণে সড়কে পার্কিং করতে হয়। তাই অবিলম্বে আমাদের পার্কিং স্টান্ড নির্মাণ করে দিতে হবে। এ বিষয়টি নিয়ে আমরা মেয়র মহোদয়ের কাছে যাবো।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে বলেন, অটোরিক্সা চালকরা গাড়িগুলো রাস্তার একপাশে পার্কিং করে রাখায় সড়কে সারাক্ষণ যানজট লেগে থাকতো। তাই পুলিশ কমিশনার ও মেয়র মহোদয়ের নির্দেশে পার্শ্ববর্তী হাসপাতালের রোগীসহ জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে জেলখানার মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে চালকদের চলে যেতে বলেছি। নাজিরপুলের নিচের ফাঁকা স্থান থেকে চালকদের গাড়ি ছাড়বে। রাস্তা আটকে যাত্রী উঠানো নামানো যাবে না। তাদের পার্কিং স্টান্ড নির্মাণসহ অন্যান্য দাবি সিটি করপোরেশনে জানানোর জন্য বলেছি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার সহকারী কমিশনার সীমা খানম বলেন, অটোচালকদের সঙ্গে ট্রাফিক পুলিশের কোন ঝামেলা হয়নি। আমাদের কাছে অটোরিক্সা চালকরা তাদের দাবি পেশ করেছে। আমরা বলেছি, দাবিগুলো আপনাদের ফোরামে উত্থাপন করুন। পরবর্তীতে বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT